পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

তৃণমূল মানে এখন তোড়ো-মারো-কাটো : শিবরাজ সিং চৌহান - 2021 assembly election

By

Published : Feb 28, 2021, 7:44 PM IST

সস্ত্রীক দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ মন্দির থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি ৷ বলেন, "টিএমসি মানে হল তোড়ো, মারো, কাটো ৷ বিজেপির কর্মী সমর্থকরা খুন হচ্ছেন ৷ 130 জন কর্মীকে খুন করা হয়েছে ৷" তাঁর অভিযোগ, "প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলি এ রাজ্যে চালু করতে দেয়নি । মানুষই এর জবাব দেবে ।"

ABOUT THE AUTHOR

...view details