পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

হাতে গদা, মাথায় পদ্ম মুকুট; ডানলপের সভায় মোদি-ভক্ত শরবন

By

Published : Feb 22, 2021, 4:26 PM IST

13 বছর ধরে মোদির সভায় যোগ দিচ্ছেন বিহারের শরবন শাহুয়া। বিহারের বেগুসারাই এর বাসিন্দা তিনি ৷ মোদির যেখানেই সভা হয় সেখানেই হনুমান সেজে হাজির হন তিনি। নিজের খরচায় মোদির বিভিন্ন সভায় হাজির থাকেন তিনি ৷ মোদিকে রাম মনে করেন। আর বিশ্বাস করেন, মোদি রাম রাজ্য স্থাপন করবেন। এদিন মাথায় পদ্ম ও গদা হাতে, বুকে মোদির ছবি নিয়ে হনুমান সেজে এভাবেই হুগলির ডানলপে মোদির সভায় আসেন তিনি। মোদির বিভিন্ন উন্নয়ন কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, " উজ্জ্বলা যোজনার মধ্য দিয়ে ঘরে ঘরে মোদিজি গ্যাসের ব্যবস্থা করে দিয়েছেন ৷ গ্রামে গ্রামে শৌচালয়ের ব্যবস্থা করেছেন ৷ তিনি প্রতিটা গরিব মানুষের জন্য ভেবেছেন এবং তাদের সাহায্যের জন্য বিভিন্ন প্রকল্পের রূপায়ণ করেছেন ৷ "

ABOUT THE AUTHOR

...view details