পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

সিপিআইএমের হার্মাদগুলোই এখন বিজেপিতে : মমতা - west bengal assembly election 2021

By

Published : Mar 17, 2021, 6:28 PM IST

আজকে আমায় চোট করে দেওয়া হয়েছে, এর আগেও আমার মাথা ভেঙ্গে দেওয়া হয়েছে । সারাজীবন আমাকে মেরেছে । আগে সিপিআইএম মারত, এখন বিজেপি মারে । এই সিপিআইএমের হার্মাদগুলোই এখন বিজেপি হয়েগেছে । কিছু কিছু গদ্দার, টাকাকে ভালোবাসে, লোভী তাঁরা বিজেপিতে গিয়ে ঢুকেছে । এক একটা করে তিলক কাটে, মুখে পানবাহার তাঁরা ঠিক করে দেবে আপনি কী খাবেন, আপনি কী পরবেন । ঝাড়গ্রামের জনসভায় এভাবেই বিরোধী দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

ABOUT THE AUTHOR

...view details