প্রার্থী ঘোষণার আগেই ডোমজুরে রাজীবের নামে পোস্টার, দেওয়াল লিখন - Before announcement of name poster in name of Rajib Banerjee
প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়নি ৷ তার আগেই ডোমজুড়ের একাধিক এলাকায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পড়ল পোস্টার ৷ পাশাপাশি দেখা গেল দেওয়াল লিখনও ৷ সেখানে নির্বাচনে বিজেপির প্রতীকে রাজীবকে জয়ী করার আবেদন জানানো হয়েছে ৷ যদিও এ বিষয়ে রাজীবের প্রতিক্রিয়া, অতি উৎসাহী হয়ে কর্মী-সমর্থকরা এই কাজ করেছেন ৷ তবে বিজেপি সূত্রে খবর, এই দেওয়াল লিখনকে কেন্দ্র করে জেলা বিজেপির অভ্যন্তরে বিতর্ক দানা বেঁধেছে ৷