বানের জলে ভেসে চলে গেছে, দলত্যাগীদের কটাক্ষ অরূপ রায়ের
বানের জলে ভেসে অনেকে এসেছিল ৷ আবার বানের জলে ভেসেই চলে গেছে ৷ দলত্যাগীদের এভাবেই কটাক্ষ করলেন হাওড়া সদরের চেয়ারম্যান ও রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় । আজ শিবপুর কেন্দ্রে দলীয় প্রার্থী মনোজ তিওয়ারির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে আসেন তিনি। অরূপ রায়ের দাবি, "এতে কিছু যায় আসবে না । শিবপুর কেন্দ্রের মানুষ তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে পাশে রয়েছে । পাশাপাশি তিনি বলেন, "এই কেন্দ্রের প্রার্থী মনোজ তিওয়ারি ট্রিপল সেঞ্চুরি করা লোক । বিরোধীদের ছক্কা হাঁকিয়ে হাওড়ার বাইরে পাঠিয়ে দেবে ।"