পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বিপদসীমার অনেকটাই নিচে নেমেছে জলস্তর, স্বস্তিতে জেলা প্রশাসন - water level has come down far below the danger level

By

Published : Aug 28, 2020, 9:16 PM IST

গতকাল বৃষ্টিপাত তেমন না হওয়ায় পূর্ব মেদিনীপুরে নদীগুলির জলস্তর নামতে শুরু করেছে । আগেই রূপনারায়ণ নদের জলস্তর অনেকটাই নিচে নেমে এসেছিল বিপদসীমার । গতকাল কংসাবতী ও চন্ডীয়া নদীর জলস্তর বৃদ্ধি পেলেও রাত থেকে সেভাবে বৃষ্টিপাত না হওয়ায় আজ ওই দুই নদীর জলস্তরও কমতে শুরু করেছে । তবে পাঁশকুড়া পৌরসভার কয়েকটি ওয়ার্ডে এখনও জল জমে রয়েছে । পৌরসভার পক্ষ থেকে সেই জল নামানোর চেষ্টা চালানো হচ্ছে । অন্যদিকে ময়না ব্লকে চন্ডীয়া নদীর বাঁধে পুনরায় তৈরি করা হয়েছে ব্লক প্রশাসনের তরফে ৷ ফলে বর্তমানে বিপদমুক্ত রয়েছে ওই এলাকা । নতুন করে বৃষ্টি ও মুকুটমণিপুর জলাধার থেকে জল না ছাড়া হলে জেলার নদীগুলির জলস্তর বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে জেলা প্রশাসন ।

ABOUT THE AUTHOR

...view details