কেন্দ্রীয় বাহিনীর দাবিতে জেমুয়ায় বিক্ষোভ, লাঠিচার্জ - bjp
কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে ভোটারদের বুথ থেকে বের করে আনে CPI(M) ও BJP । তাই নিয়ে উত্তেজনা বাড়ে । সকাল থেকেই BJP ও CPI(M) কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ দেখায় । কিন্তু তৃণমূল কর্মী-সমর্থকরা কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোট শুরু করতে চাইছিলেন । সেই সময়ে ঘটনাস্থানে আসেন স্থানীয় তৃণমূল নেতা সুজিত মুখার্জি । তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় BJP ও CPI(M) কর্মী-সমর্থকরা । ঠিক সেসময়ে দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী । দেখুন ভিডিয়ো ...