যশের প্রভাবে জলমগ্ন সাঁকরাইলের বিস্তীর্ণ এলাকা - Vast areas of Sankrail flooded due to cyclone Yaas
সুপার সাইক্লোন যশের প্রভাবে জলমগ্ন হল সাঁকরাইলের বিস্তীর্ণ এলাকা ৷ বাণীপুর ও মানিকপুর এলাকায় হুগলি নদীর জল নদীবাঁধ উপচে এলাকায় ঢুকতে শুরু করে ৷ বুধবার বেলা একটা নাগাদ ঘূর্ণিঝড় যশের আসার আগেই কার্যত জলমগ্ন হয় এই সমস্ত এলাকা ৷ নদীতে এভাবে জলস্তর বেড়ে যাওয়ায় এবং এলাকায় জল ঢুকতে শুরু করায় দুশ্চিন্তায় পড়েন স্থানীয়রা ৷ তাঁদের আশঙ্কা এরপর যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয় তাহলে এলাকা জলের নিচে চলে যাবে ৷ ঘরছাড়া হবেন তাঁরা ৷ পাশাপাশি পাঁচপাড়া এলাকাতেও জল ঢুকতে শুরু করেছে ৷ এলাকায় যান হাওড়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নন্দিতা চৌধুরী ৷