"নির্দল প্রার্থী দিয়ে হারাব", দলের কাউন্সিলরদেরই হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের - কুলটির খবর
শনিবার কুলটিতে তৃণমূল বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি সভার আয়োজন করা হয়েছিল । সেই সভায় আসানসোল পৌরনিগমের 16 জন তৃণমূল কাউন্সিলর অনুপস্থিত ছিলেন । তা দেখে ক্ষোভপ্রকাশ করেন তিনি । হুঁশিয়ারি দেন, "আর একটি সভা ডাকব, তাতেও যদি ওরা না আসে তাহলে পরের পৌর নির্বাচনে টিকিট দেওয়া হবে না কাউকে । যদি দল টিকিট দিয়ে দেয় তাহলে নির্দল প্রার্থী দিয়ে ওদের হারাব ।"
Last Updated : Aug 30, 2020, 8:58 AM IST