শাহকে গুরুত্ব দিতে নারাজ, আজ বিক্ষোভ দেখাবে না তৃণমূল - অমিত শাহকে নিয়ে তৃণমূল
আজ কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তাঁর সভা ঘিরে কলকাতা সহ রাজ্যের বহু জায়গায় বিক্ষোভ দেখাবে বাম, কংগ্রেস সহ বেশ কিছু রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন । অমিত শাহকে বিক্ষোভ দেখানোর জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে ফেলেছে বাম-কংগ্রেস । অন্য বিরোধীরা প্রতিবাদ করলেও তাঁকে ঘিরে কোনওপ্রকার অবরোধ বা বিক্ষোভের রাজনীতিতে যেতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । কার্যত BJP-র সর্বভারতীয় সেকেন্ড-ইন-কমান্ডের সফরকে একপ্রকার গুরুত্বহীন ভাবেই দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা। অমিত শাহের সফর প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা তাপস রায় বলেন, "উনি কোথায় যাবেন, কী করবেন, কী বলবেন তা নিয়ে কোনও আগ্রহ নেই । উনি তো দিল্লিতেই মানুষকে NRC ও CAA নিয়ে বোঝাতে পারলেন না । মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের নিবিড় জনসংযোগ রয়েছে। আমরা নিরবচ্ছিন্নভাবে উন্নয়নের কাজ করছি। এই দুটোই আমাদের প্লাস পয়েন্ট।" দেখুন ভিডিয়ো......