পেট্রল-ডিজ়েলের দামবৃদ্ধির প্রতিবাদে সাইকেল মিছিল টিএমসিপি-র - জলপাইগুড়ি
পেট্রল-ডিজ়েলের দাম বৃদ্ধির প্রতিবাদে সাইকেল মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা । সোমবার এই সাইকেল মিছিলের পর জলপাইগুড়ি ডিবিসি রোডের একটি পেট্রল পাম্পে গিয়ে সাধারণ মানুষ এবং সেখানকার কর্মীদের মিষ্টিমুখ করান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা । এমনকী জয় শ্রীরাম ধ্বনিও দেওয়া হয় টিএমসিপির সদস্যদের তরফে। এদিন থানা মোড় থেকে ডিবিসি রোডের পেট্রল পাম্পে সাইকেল মিছিল করে তারা। তৃণমূল ছাত্র পরিষদের নেতা দেবজিৎ সরকার বলেন, ‘‘পেট্রলের দাম বৃদ্ধির প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখালাম। সবাইকে মিষ্টিমুখ করালাম। আগামীতে আমাদের সাইকেল ছাড়া আর কোনও উপায় নেই।’’