অনুগামীদের নিয়ে এআইএমআইএমে যোগদান তৃণমূল যুবর নেতার
এআইএমআইএমে যোগ দিলেন বহরমপুর লোকসভার তৃণমূল যুবর সভাপতি শামিম আলি । শুক্রবার লালবাগ শহরে তৃণমূল যুবর সভাপতি একশোজন অনুগামীকে সঙ্গে নিয়ে মিমের পতাকা তুলে নেন । শামিম আলি শুভেন্দু ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন । শুভেন্দুর পদক্ষেপ নিয়ে দোলাচালে পড়েই এই দলবদলের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে ।