এই সরকার গুজরাতের মতো উন্নয়ন রাজ্যে চায় না : শমীক ভট্টাচার্য
রাজ্যবাসীকে নতুন করে বলার তৃণমূলের কিছু নেই। যে বাউলের বাড়ি অমিতজি গেলেন, তারপরই তার দায়দায়িত্ব তৃণমুল নিল ৷ অর্থাৎ রাজ্যের সর্বত্র প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজেপি থাকলেই উন্নয়ন আসছে । আজ এই মন্তব্য করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ৷ মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বললেন, সব উত্তর তিনি নাকি দিয়েছেন, কিন্তু কত ঋণ মাথা পিছু তার উত্তর পাইনি, জিডিপির উত্তর নেই, 10 বছরে কত বিনিয়োগ হয়েছে তার কোনও উত্তর নেই। 10 বছরে কেউ দেখেছেন কোনও বড় শিল্পের উদ্বোধন করেছেন? মহারাষ্ট্রের মাথা পিছু আয়ের থেকে এই রাজ্যের আয় কম । তৃণমূল রাজ্যকে গুজরাত হতে দেব না বলছে কারণ এই সরকার পশ্চিমবঙ্গকে গুজরাতের মতো উন্নয়ন করতে দিতে চায় না। শুধু খেলা আর মেলা ৷" মুখ্যমন্ত্রীর কাছে তাঁর প্রশ্ন,"যে রাজ্যে এত শিল্প তবে কেন এত শ্রমিক বাইরে কাজ করতে যায়, কেন বেঙ্গালুরুতে দ্বিতীয় ভাষা বাংলা করতে হল। "