পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কর্মীরা চায় না সুবিধাবাদীরা দলে ফিরুক, নাম না করে রাজীবকে কটাক্ষ ডোমজুরের বিধায়কের

By

Published : Jun 9, 2021, 10:28 PM IST

"মুখ্যমন্ত্রী বলেছেন, সেচ দফতর ও বন দফতরে তদন্ত হবে ৷ তাই সহানুভূতি কুড়োনোর জন্য এসব করছেন ৷" বুধবার শ্রীরামপুরে একটি কর্মসূচিতে যোগ দিতে এসে ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ নাম না করে সংবাদমাধ্যমের সামনে কটাক্ষ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) ৷ কল্যাণ বলেন, "যার মুখ আর মুখোশ আলাদা তার সম্বন্ধে কিছু বলা উচিত নয় ৷ নির্বাচনের আগে দলনেত্রীর ছবি নিয়ে কাঁদলেন । আর পরদিন গিয়ে নরেন্দ্র মোদি-অমিত শাহের পায়ে পড়লেন । তারপর নির্বাচনী প্রচারে দলনেত্রী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যেসব কথা বলেছেন, তাতে দলের কর্মীরা প্রচণ্ড ক্ষুব্ধ । তাঁরা কোনও ভাবেই চান না এইসব সুবিধাবাদীরা দলে ফিরুক ।" প্রসঙ্গত, বুধবার ডোমজুরে রাজীব বন্দ্যোপাধ্যায় গদ্দার লিখে একাধিক পোস্টার পড়ে । এনিয়ে অবশ্য কল্যাণ কিছু বলতে চাননি ৷

ABOUT THE AUTHOR

...view details