কাল দুর্গাপুর ব্যারেজের লকগেটের মেরামতের প্রধান কাজ শুরু
দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেট যেখানে, সেই জায়গা সবথেকে নিচু । তাই সেখানকার জমা জল বের না করতে পারলে ওই ভাঙা গেটের নীচের অংশ সারাই করা যাচ্ছে না । তবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে ৷ লক গেট মেরামতের কাজ শুরু না হলেও প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে । সেচদপ্তরের সচিব গৌতম চট্টোপাধ্যায় জানান বালির বস্তা দিয়ে বাঁধ দেওয়ার কাজ শেষ হলেই শুরু করা যাবে লকগেট মেরামতের কাজ । আগামীকাল সকালের মধ্যে কাজ শুরু করা যেতে পারে বলে জানান তিনি । 15-16 ঘণ্টা লাগবে এই গেট মেরামতের জন্য ।