মা তারার আবির্ভাব তিথিতে ভক্তদের ঢল তারাপীঠে
আজ আশ্বিনের শুক্ল চতুর্দশী ৷ মা তারার আবির্ভাব তিথি । সেই উপলক্ষ্যে আজ ভোর থেকেই তারাপীঠে উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড় । বছরের এই একটি দিনে মা তারাকে মূল মন্দির থেকে বিরাম মঞ্চে বের করে রাখা হয় । সারাদিন সেখানে থাকার পর সন্ধ্যায় ফের মা তারাকে মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে । আজ সারাদিন কোনও ভোগ হয় না । সন্ধ্যায় মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর সেখানে ভোগ নিবেদন করা হয় । তাই আজ মন্দিরের সব সেবায়েত সন্ধে পর্যন্ত অভুক্ত থাকেন ৷ কথিত আছে, আশ্বিনের শুক্ল চতুর্দশীর দিন বণিক জয় দত্ত বিরাম মঞ্চে মা তারার পুজোর শুরু করেন ৷ সেই থেকে আজকের দিনটিকে মাতার আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয়ে থাকে । দেখুন ভিডিয়ো...
Last Updated : Oct 12, 2019, 2:50 PM IST