Dilip Ghosh on Media : ত্রিপুরা নিয়ে মিডিয়া নিজেকে উলঙ্গ করেছে, অভিযোগ দিলীপের - সংবাদমাধ্যমের উপর অসন্তুষ্ট দিলীপ ঘোষ
শুভেন্দু অধিকারীর "চটি চাটা চ্যানেল" মন্তব্যের পর সংবাদমাধ্যমকে "উলঙ্গ" বললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh on Media) ৷ অক্টোবরে নদিয়ার শান্তিপুরে ইটিভি ভারতের প্রতিনিধিকে 'চটি চাটা চ্যানেলের' প্রতিনিধি বলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ গতকাল পুরুলিয়ার জয়পুরে বিজেপি দলের মহা মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ৷ সেখানে ইটিভি ভারতের পুরুলিয়া জেলার প্রতিনিধি তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, "কী পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী এমন কথা বলেছেন, সেটা আমার অজানা । তবে মিডিয়া সম্বন্ধে আমাদের অনেক অভিযোগ আছে ৷ ত্রিপুরা নিয়ে মিডিয়া যেভাবে নিজেকে উলঙ্গ করেছে, তা খুব লজ্জার বিষয়" ৷ তাই বলা যায়, শুভেন্দু অধিকারীকে ঘুরিয়ে সমর্থন করলেন তিনি ।
Last Updated : Nov 27, 2021, 1:37 PM IST