subhendu adhikari offers prayer at Shiva temple: দিব্য কাশী কর্মসূচিতে অংশ নিয়ে 108 শিবমন্দিরে পুজো শুভেন্দুর - শুভেন্দু অধিকারীর খবর
বিজেপির দিব্য কাশী কর্মসূচিতে অংশ নিয়ে বর্ধমানের 108টি শিব মন্দিরে (Burdwan 108 Shiva temple) পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (subhendu adhikari offers prayer)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধনের (kashi viswanath dham inauguration) সঙ্গে সঙ্গেই এদিন গোটা দেশের পাশাপাশি রাজ্যজুড়েও বিজেপির নেতারা মেতে ওঠেন শিব পুজোয় । বর্ধমানে 108টি শিব মন্দিরে পুজো দিতে যান শুভেন্দু অধিকারী । সেখানে শিব পুজো করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, "নবরূপে সজ্জিত পবিত্র কাশীধাম । আজ পৃথিবীতে যাঁরা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করেন, তাঁদের প্রতি তা উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেইমতো আমি 108টি শিব মন্দিরে পুজো করে শিবের মাথায় জল ঢাললাম । ভারত ও সনাতন সংস্কৃতি একে অপরের পরিপূরক । সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্যই আমাদের এই কর্মসূচি ।"