মালদা শহরের রাস্তায় কড়া নজরদারি ট্রাফিক পুলিশের - ট্রাফিক
করোনার সংক্রমণে লাগাম টানতে কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার ৷ জরুরি কারণ ছাড়া বাইরে বেরোনোয় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা ৷ তারপরও মালদা শহরে অকারণে টোটো, ছোটো গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে ৷ এমন অনিয়ম বন্ধ করতে ধরপাকড় শুরু করল মালদা জেলা ট্রাফিক পুলিশ ৷ সোমবার ট্রাফিক পুলিশের কর্মীরা রাস্তায় বেরোনো প্রতিটি গাড়ির নথিপত্র খতিয়ে দেখেন ৷ সঠিক কারণ না দেখাতে পারায় আটক করা হয় বেশ কিছু টোটো ও গাড়ি ৷