কালবৈশাখীতে লন্ডভন্ড বোলপুর-শান্তিনিকেতন - Bolpur Shantinikatan
কালবৈশাখী ঝড়ের দাপটে লন্ডভন্ড বোলপুর-শান্তিনিকেতন। ভেঙে পড়ল একাধিক বড় গাছ ৷ বেশ কয়েকটি দোকানও ভেঙে পড়ে ৷ কয়েক দিন ধরেই বাড়ছিল তাপমাত্রা ৷ এরপর আজ প্রবল ঝড় শুরু হয় বোলপুর-শান্তিনিকেতন সহ আশপাশের এলাকায়। গাছ ভেঙে রাস্তা আটকে যায়। বৈদ্যুতিক তারও ছিঁড়ে পরে ৷ আহত হয়েছেন দুই ব্যক্তি। তাঁদের বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।