পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"তিথি মেনে আসেন না, তাই অতিথি" ; রাজ্যপালকে আক্রমণ মন্ত্রীর - তৃণমূল

By

Published : Nov 19, 2019, 2:17 PM IST

এবার রাজ্যপালকে আক্রমণ করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । গতকাল রাজ্যপাল বলেন, "আমি সংবিধান মেনেই কাজ করছি, রাজ্যের যেখানে প্রয়োজন আমি যাব ।" রাজ্যপালের এই মন্তব্যের পরই গৌতম দেব তাঁকে অতিথি বলে আক্রমণ করেন । বলেন, "তিথি মেনে আসেন না, তাই তিনি অতিথি । বাংলা কাশ্মীর নয় । তাই তিনি চাইলে সিঙ্গুর-নন্দীগ্রামে আবার যেতেই পারেন । বাংলায় সর্বত্র তিনি স্বাগতম । তবে আমরা চাই রাজ্যপাল পদের গরিমা বজায় রেখে কাজ করুন । " ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details