পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

তাপস দা’র সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল : শ্রীলা মজুমদার - তাপস পাল

By

Published : Feb 19, 2020, 11:56 AM IST

তাপস পালের সঙ্গে তাঁর কাজের নয়, একেবারে পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছিল ৷ আজ তাপস পালের স্মৃতিচারণায় বললেন, সহঅভিনেত্রী শ্রীলা মজুমদার ৷ বহু ছবি ও নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তাপস ও শ্রীলা ৷ তাপস পালকে তিনি বড় দাদার মতো দেখতেন বলে জানান অভিনেত্রী ৷ এভাবে তাপস পালের চলে যাওয়া বাংলার অভিনয় জগতের অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন শ্রীলা মজুমদার ৷

ABOUT THE AUTHOR

...view details