পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Bijaya Dashami: 288 বছরের পুরনো মগরাহাটের বসু বাড়ির দুর্গাপুজো, দশমীতে বাড়ির মহিলারা মাতলেন সিঁদুর খেলায়

By

Published : Oct 15, 2021, 5:59 PM IST

দশমীর সকাল থেকেই চারিদিকে যেন বিষাদের সুর বাজচ্ছে। আজ উমার বাপের বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে যাওয়ার পালা। চারিদিকে চলছে বিসর্জনের প্রস্তুতি। ২৮৮ বছর ধরে চলে আসছে মগরাহাটের বসু বাড়ির দুর্গাপুজো। অতীতে বিসর্জনে সময় এই বাড়ির জমিদাররা নীলকন্ঠ পাখি ওড়াতেন। কিন্তু এখন আর সেই নীলকন্ঠ পাখি ওড়ানো হয় না। তবে অতীতের কিছু প্রথা ও নিয়ম মেনে মগরাহাটের বসু পরিবারে আজও দুর্গা প্রতিমা বিসর্জন হয় ৷ পরিবারের মহিলারা মেতে ওঠেন সিঁদুর খেলায় ৷

ABOUT THE AUTHOR

...view details