2021-এ উনি নিজেই বহিরাগত হয়ে যাবেন, মমতাকে পালটা কটাক্ষ বাবুলের - she does not keep a mirror in her house
উনি বাড়িতে আয়না রাখেন না ৷ নিজেকে দেখেন না ৷ আমরা ওঁকে আয়না প্রেজেন্ট করব ৷ আজ এভাবেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ বিজেপি বহিরাগতদের এলাকায় এলাকায় পাঠিয়ে দিচ্ছে বলে আজ বোলপুরের সভায় অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পালটা বাবুলের মন্তব্য, " 2021-এ উনি নিজেই বহিরাগত হয়ে যাবেন ৷ এখনও উনি ক্ষমতায় আছেন শুধু পুলিশকে অপব্যবহার করে ৷ ওঁকে কেউ সত্যি কথা বলে না ৷ উনি বাড়িতে আয়না রাখেন না ৷ নিজেকে দেখেন না ৷ আমরা ওঁকে আয়না প্রেজেন্ট করব৷" বোলপুরে অমিত শাহের সভার পালটা সভা করেন তৃণমূল নেত্রী ৷ এই প্রসঙ্গেও মমতাকে কটাক্ষ করেন বাবুল ৷ বলেন, "বিজেপি যেখানেই সভা করছেন উনি সেখানেই দৌড়ে যাচ্ছেন ৷ কিছু জায়গায় অবশ্য ভয় পেয়ে সভা বাতিল করছেন ৷ যেমন নন্দীগ্রামে সভা বাতিল করেছেন ৷"