অপুষ্টি রুখতে এগিয়ে রাজ্য, দাবি শশী পাঁজার - শশী পাঁজা
অপুষ্টি রুখতে মরিয়া রাজ্য সরকার । 2019 সালের ডিসেম্বর মাসের হিসেব অনুযায়ী এ'রাজ্যে 100 জনের মধ্যে 8.38 জন অপুষ্টির শিকার । কয়েক বছর আগেও যেটা ছিল 100 জনের মধ্যে 34 জন । দাবি সমাজ ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার ।