পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

শিলাবতীর জল বাড়ায় ভাঙল কাঠের ব্রিজ, বিচ্ছিন্ন একাধিক গ্রাম

By

Published : Aug 21, 2020, 10:07 PM IST

লাগাতার বৃষ্টিতে বাড়ছে শিলাবতীর জল ৷ আর তাতেই কাঠের ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন চন্দ্রকোণার একাধিক গ্রাম। বাকি ব্রিজগুলির উপর দিয়ে বইছে জল ৷ বন্ধ যাতায়াত । এই ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা-2 ব্লকের ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ধরমপোতা গ্রামে । গতরাতেই গ্রামের কানা নদীর জল বেড়ে গিয়ে ধরমপোতা থেকে কৃষ্ণপুর যাওয়ার গুরুত্বপূর্ণ কাঠের ব্রিজ জল ডুবে যায় l একাধিক গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ । লাগাতার বৃষ্টিতে নদীর জল বিপজ্জনকভাবে বেড়ে চলেছে ৷ নদীর পাড়ের কয়েকটি জায়গায় ধস নেমেছে ৷

ABOUT THE AUTHOR

...view details