"মূর্তি নয়, সম্মান ভাঙা হয়" বিদ্যাসাগরের মূর্তি ভাঙা প্রসঙ্গে বলছে উচ্চমাধ্যমিকের তৃতীয় - kolkata
494 নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছে গোবরডাঙা খাঁটুরা হাইস্কুলের ছাত্র মৃণ্ময় মণ্ডল । বিদ্যাসাগর এই স্কুলের প্রতিষ্ঠা করেছিলেন । সম্প্রতি, অমিত শাহর র্যালি চলাকালীন কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয় । আজ এই বিষয়ে উচ্চমাধ্যমিকের তৃতীয় স্থানাধিকারীকে প্রশ্ন করা হলে সে বলে, "মূর্তি ভেঙে যদি কারোর লাভ হয়ে থাকে হবে। আমার তো মনে হয় মূর্তি ভেঙে কোনও লাভ হয় না। শুধু রাগ দেখানো যায় আর কিছু হয় না । যার প্রাণ নেই তা ভেঙে কী হবে । মূর্তি নয় সম্মান ভাঙা হয়।"