মুখ্যসচিবের দায়িত্বভার নিলেন রাজীব সিনহা
পুজোর আগেই রাজ্যের প্রধান প্রশাসনিক জায়গায় বড় রদবদল ঘটল । আজ রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন রাজীব সিনহা । মলয় দে'র জায়গায় মুখ্যসচিব হলেন তিনি । আজই শেষ হয়েছে মলয়বাবুর মুখ্যসচিব হিসেবে কার্যকালের মেয়াদ । 2017 সালের 30 জুন রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব ভার নিয়েছিলেন 1985 ব্যাচের IAS অফিসার মলয় দে । মুখ্যসচিব হওয়ায় আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবের দায়িত্ব সামলেছেন মলয়বাবু । নতুন মুখ্যসচিব রাজীব সিনহা 1986 ব্যাচের IAS অফিসার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত রাজীব সিনহা স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব ছিলেন । ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের প্রধান সচিবের দায়িত্বও সামলেছেন তিনি । আজ বিদায়ি মুখ্যসচিব মলয় দে'র কাছ থেকে নবান্নের দায়িত্বভার বুঝে নিলেন বর্তমান মুখ্যসচিব রাজীব সিনহা ।
Last Updated : Sep 30, 2019, 7:53 PM IST