পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

সারনা ধর্ম কোড লাগুর দাবিতে রেল ও জাতীয় সড়ক অবরোধ আদিবাসীদের - ডালখোলায় রেল অবরোধ আদিবাসীদের

By

Published : Dec 6, 2020, 10:49 AM IST

সারনা ধর্ম কোড লাগু করার দাবিতে ডালখোলা রেল স্টেশনে বিক্ষোভ কর্মসূচি পালন আদিবাসী সেঙ্গেল অভিযানের । তাঁরা আজ সকাল থেকে রেল ও জাতীয় সড়ক অবরোধ করেন । অবরোধের জেরে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন ও 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে আসা যানবাহন পুরোপুরি বন্ধ হয়ে যায় । অবরোধের জেরে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং আটকে পড়েন ।

ABOUT THE AUTHOR

...view details