রাজগঞ্জে করোনা আক্রান্তদের পাশে রেড ভলান্টিয়ার্স - covid patient in raiganj
করোনা আবহে কঠোর বিধিনিষেধের মধ্যেই আক্রান্তদের বাড়ি স্যানিটাইজ করল রায়গঞ্জের রেড ভলান্টিয়ার্স। আজ সকাল 11 টায় শুরু হয় স্যানিটাইজ কর্মসূচি। রায়গঞ্জ শহর জুড়ে করোনা আক্রান্তদের বাড়ি স্যানিটাইজ করার কর্মসূচির সূচনা করল রায়গঞ্জের রেড ভলান্টিয়ার্স । শহরে যাঁরা করোনা আক্রান্ত তাঁদের প্রত্যেকের বাড়ি স্যানিটাইজ করে রেড ভলান্টিয়ার্স ৷ এর আগেও করোনা আবহে সমস্ত কোভিড প্রোটোকল মেনে করোনা সংক্রমিত রোগী ও তাঁদের পরিবারের জন্য খাদ্য সামগ্রী, ওষুধ পৌঁছে দিয়েছেন তাঁরা। প্রয়োজন মতো কোভিড আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করার মতো সচেতনতামূলক কাজও করে চলেছে রায়গঞ্জের রেড ভলান্টিয়ার্স ৷