ইছলাবাদের থিমে অসুর 'শিশুশ্রম' - গণশার চোখে মা দুর্গা
বর্ধমান শহরে ইছলাবাদের কিরণ সংঘের থিম 'গণশার চোখে মা দুর্গা' । শিশুশ্রম কীভাবে শৈশবকে নষ্ট করছে, সেটি মণ্ডপে তুলে ধরা হয়েছে, বলেন পুজো উদ্যোক্তারা । চায়ের দোকানের সরঞ্জাম নিয়ে গড়ে তোলা হয়েছে মণ্ডপ ৷ মা দুর্গার সঙ্গে গণেশকে না রেখে সেই জায়গা বসানো হয়েছে শিশুশ্রমিক গণশাকে । অসুর বধ করে সমাজ থেকে শিশুশ্রম দূর করার বার্তা দেওয়া হয়েছে গণশার মাধ্যমে ৷
Last Updated : Oct 7, 2019, 6:15 PM IST