পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বিক্ষোভের মুখে বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার - সুভাষ সরকার

By

Published : May 26, 2021, 8:06 PM IST

আজ দুপুরে বাঁকুড়া শহরের 23নং ওয়ার্ডের সরমা সুন্দরী স্কুলে যশের ত্রাণশিবির পরিদর্শন করতে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ সুভাষ সরকার । তিনি সেখানে পৌঁছতেই মানুষজন ক্ষোভ উগড়ে দেন সাংসদের উপর । একসুরে সবাই বলে ওঠেন "আমাদের জন্য কিছু হলেও করুন, একটু ভাবুন আমাদের নিয়ে । তবে সেখানে সাংসদ আর বিলম্ব না করে তড়িঘরি জায়গা থেকে প্রস্থান করেন । পরে সাংবাদিকেদের মুখোমুখি হয়ে জানান, "আমি আমার এলাকার প্রতিটি ত্রাণশিবির ঘুরে দেখলাম ৷ মানুষজনকে এখানে এনে রাখা হয়েছে ঠিকই, কিন্তু সবাইকে কোভিড পরিস্থিতির কথাও মাথায় রাখতে হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details