পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কোরোনার তোয়াক্কা না করেই মতুয়া মেলার প্রস্তুতি - মতুয়া মেলা

By

Published : Mar 21, 2020, 6:59 AM IST

কোরোনা সংক্রমণের তোয়াক্কা না করেই মতুয়া সম্প্রদায় অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। নোটিশ দেওয়া সত্বেও হেলদোল নেই কর্মকর্তাদের। আগামী 5 এপ্রিল মতুয়া মহাসংঘের মেলার কাজ জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পাঁচগড়া তোর গ্রামে কয়েক লক্ষ মানুষের সমাগম হবে। তারই প্রচার ও প্যান্ডেলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সরকারি তরফে যেখানে সমস্ত জায়গায় বলা হচ্ছে কোরোনার জন্য সমস্ত অনুষ্ঠান বাতিল করতে হবে। সেই জায়গায় পান্ডুয়ায় মতুয়াদের মেলার জন্য G T রোডের উপর ওভার গেট করা হয়েছে।বাঁশ দিয়ে বিশাল প্যান্ডেল তৈরি করা হচ্ছে।সেই মেলা বন্ধের জন্য আবেদন জানায় স্থানীয় মানুষ। বেগতিক বুঝে পঞ্চায়েত থেকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কি ভাবে মেলার প্রস্তুতি চলছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

ABOUT THE AUTHOR

...view details