পড়াশোনার বাইরে ক্রিকেট খেলতে ভালোবাসে উচ্চমাধ্য়মিকের দুই কৃতী - pratyay de
উচ্চমাধ্য়মিকে যুগ্মভাবে পঞ্চম প্রত্যয় দে ও তীর্থরাজ রায় পড়াশোনার বাইরে ক্রিকেট খেলতে ভালোবাসে । পড়তে ভালোবাসে গল্পের বই । কোনওরকম চাপ না নিয়ে যখন যে বিষয় পড়তে ইচ্ছে করে তখন সেই বিষয় পড়ার বার্তা দিল প্রত্য়য় । অন্য়দিকে দিনে 7 থেকে 8 ঘণ্টা পড়াশোনা করত তীর্থরাজ ।