পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

রাহুল গান্ধিকে নিয়ে দোকানে বসে মিষ্টি খান প্রণব মুখোপাধ্যায়

By

Published : Sep 1, 2020, 7:43 PM IST

খাদ্য তালিকায় প্রণব মুখোপাধ্যায়ের অন্যতম প্রিয় খাবার আলু পোস্ত হলেও, প্রিয় খাবারের তালিকায় রয়েছে আরও একটি নাম মিষ্টি। এমনকি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পরও তার মিষ্টির আকর্ষণ কমেনি। বহরমপুরের ছানাবড়া তার ছিল অত্যন্ত প্রিয়। পাশাপাশি ল্যাংচা,সন্দেশও ভালোবাসাতেন। রাজনৈতিক বা সরকারি কাজে জেলা সফরে এসে বার কয়েক বহরমপুরের এক প্রসিদ্ধ মিষ্টির দোকানে বসে মিষ্টি খান। একবার তার সঙ্গে ছিলেন রাহুল গান্ধিও। মিষ্টির দোকানে প্রণববাবুর মিষ্টি খাওয়া প্লেট জলের গ্লাস আজও সযত্নে সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রণব মুখোপাধ্যায় এবং রাহুল গান্ধিকে মিষ্টি পরিবেশন করেছিলেন দোকানের কর্মচারী সমীর দাস।

ABOUT THE AUTHOR

...view details