তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে জেলা নেতৃত্বকে আক্রমণ দলের মুখপাত্রের - জেলা নেতৃত্বকে আক্রমণ দলেরই মুখপাত্রের
জেলা নেতৃত্বের ব্যর্থতার কারণেই ক্রমশ বাড়ছে গোষ্ঠী কোন্দল । গুরত্ব দেওয়া হচ্ছে না তৃণমূলের বিধায়কদের। জেলা নেতৃত্ব না জানিয়ে কর্মসূচি গ্রহণ করছে। তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদবকে নাম না করেই এভাবেই আক্রমণ করলেন উত্তরপাড়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের দলের মুখপাত্র প্রবীর ঘোষাল। হুগলি জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। এ থেকেই জেলা তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবারও প্রকাশ্যে এল । তবে এই বিষয়ে জেলা সভাপতি দিলীপ যাদব কোনও কথাই বলতে চাননি। শুক্রবার প্রবীর ঘোষাল বলেন," লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল ভালো হয়নি। এই কারণেই লোকসভার পর পরেই নেত্রী হুগলি জেলা নেতৃত্বের রদবদল করেছিলেন। সেই পরিবর্তনের পর যেটা হওয়া উচিত ছিল তার উলটো হচ্ছে । তৃণমূলের মধ্যেই মিছিল পালটা মিছিল চলছে। এগুলো বন্ধ হচ্ছে না।"