রাজনীতিটা খেলার ব্যাপার নয়, তৃণমূলকে কটাক্ষ রাজীবের
শ্রীরামপুরে সরস্বতী পুজোর মন্ডপে এসে রাজীব বন্দ্যোপাধ্য়ায় বলেন,"মানুষের রায়কে যারা খেলা বলছে,আগামী দিনে তাদের খেলা ডোমজুরের মানুষ দেখিয়ে দেবেন।' তাঁর অভিযোগ,খেলা হবে কথাটার মধ্যে একটা সন্ত্রাষের বাতাবরণ ছড়িয়ে দেবার চেষ্টা হচ্ছে। খেলা হবের মধ্যে দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে । তিনি বলেন," তৃণমূল বুঝে গিয়েছে জনসমর্থন নেই।মানুষ তাদের নির্বাচিত করবেন না।তাই যেনতেন প্রকারে হুংকার দিয়ে ভয় দেখিয়ে। দাঙ্গা লাগিয়ে ভোট লুট করে এরা চাইছে ক্ষমতায় থাকতে। রাজনীতিটা খেলার ব্যাপার নয়।"