পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ধূপগুড়িতে পেট্রোল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, চলল দেদার লুঠ - ধূপগুড়ি

By

Published : Apr 24, 2021, 5:33 PM IST

পেট্রোল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি । কিন্তু বিপদকে উপেক্ষা করেই উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকেই চললো দেদার পেট্রোল লুঠ ৷ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের সোনাখালিতে ৷ জানা গিয়েছে, আজ শিলিগুড়ি থেকে বীরপাড়া যাওয়ার পথে সোনাখালি জঙ্গল লাগোয়া এশিয়ান হাইওয়েতে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পেট্রোল ভর্তি ট্য়াঙ্কারটি উল্টে যায় ৷ সেখানে পুলিশ পৌঁছানোর আগেই আশেপাশের লোকজন পেট্রোল লুঠ করতে শুরু করেন ৷ পরবর্তী সময়ে পুলিশ ও দমকল গিয়ে পরিস্থিতি সামলায় ৷

ABOUT THE AUTHOR

...view details