ভোট কেন্দ্রে নয়, মাছ কুড়োতে ভিড় রাস্তায় : ভিডিয়ো - west medinipur
ভোটের হাওয়ায় যখন সবাই মশগুল, তখন খড়গপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্থানীয় বাসিন্দারা ব্যস্ত মাছ কুড়োতে । 60 নম্বর জাতীয় সড়কে বাসের সঙ্গে মাছ বোঝাই লরির ধাক্কা হয় । লরিটি উলটে যেতেই স্থানীয় বাসিন্দারা মাছ কুড়োতে নেমে পড়ে রাস্তায় ।