Durga Puja : পঞ্চমীতে বৃষ্টি, মাথায় হাত পুজো উদ্যোক্তাদের - মহাপঞ্চমী
পুজোর দিনগুলিতেও বৃষ্টির হাত থেকে নিস্তার নেই ৷ আবহাওয়া দফতরের আশঙ্কা সত্যি করেই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি হয়েছে ৷ আর তার জেরেই মাথায় হাত অধিকাংশ পুজো উদ্যাক্তাদের ৷ বৃষ্টির জেরে মণ্ডপের সাজসজ্জা ও বিভিন্ন কারুকার্যের ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন বেশ কয়েকটি পুজো কমিটির উদ্যোক্তারা ৷ অনেক মণ্ডপে সদ্য শেষ হওয়া রঙের কাজ বৃষ্টির জলে ধুয়ে যেতে শুরু করেছে বলেও জানিয়েছে পুজো কমিটিগুলি ৷ আর তার জেরেই মাথায় হাত অধিকাংশ পুজো উদ্যাক্তাদের ৷