প্রধানমন্ত্রী চাওয়ালা হলে আমাদের দিদিও দুধ বেচনেওয়ালি : সুজাতা খাঁ - sujata khan our didi is also a milk seller
"দেশের প্রধানমন্ত্রী বলেন, তিনি নাকি চা বিক্রি করতেন । এটা আমাদের কাছে কত গর্বের একজন চাওয়ালাও আমাদের দেশের প্রধানমন্ত্রী। কিন্তু অনেকেই জানেন না, আমাদের দিদিও কত দরিদ্র পরিবারের ছিলেন । বাবার মৃত্যুর পর পরিবারকে দেখার জন্য কিশোরী বয়সে দিদি দুধ বিক্রি করতেন। প্রধানমন্ত্রী চাওয়ালা হলে আমাদের দিদিও দুধ বেচনেওয়ালি।" আসানসোল সিটি বাসস্ট্যান্ডে একটি সভায় যোগ দিয়ে এই মন্তব্য করলেন সুজাতা খাঁ।