ম্যাজিক দেখাতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন জাদুকর - magic
গঙ্গার বুকে ম্যাজিক দেখাতে গিয়ে তলিয়ে গেলেন এক ম্যাজিশিয়ান । নাম চঞ্চল লাহিড়ী ওরফে জাদুকর ম্যানড্রেক (40) । জানা যায়, আজ তিনি তাঁর সঙ্গীদের নিয়ে লঞ্চে করে মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজের দিকে আসেন । সেখানেই হাত পা বেঁধে গঙ্গায় ঝাপ মারেন । এর কিছুক্ষণের মধ্যেই গঙ্গায় তলিয়ে যান ম্যানড্রেক । ঘটনার খবর পেয়ে নর্থ পোর্ট থানার পুলিশ ও রিভার ট্র্যাফিক পুলিশ ঘটনস্থানে পৌঁছায় । পুলিশ জানিয়েছে, তল্লাশি চালানো হচ্ছে । দেখুন ভিডিয়ো...
Last Updated : Jun 16, 2019, 7:44 PM IST