পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আম-কাঁঠালের খোঁজে পাতিনা গ্রামে রামলালের অভিযান - ঝাড়গ্রামে হাতির তাণ্ডব

By

Published : Jun 22, 2021, 8:33 PM IST

ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের পাতিনা গ্রামে মঙ্গলবার সকালে খাবারের খোঁজে ঢুকে পড়ে একটি দল ছুট দাঁতাল হাতি । গ্রামে ঢুকে কোনও প্রকার ক্ষয়ক্ষতি করেনি বলে জানা গিয়েছে । ঝাড়গ্রামের জিতুশোলের জঙ্গলে প্রায়ই এই হাতিটিকে দেখা যায় । মাঝে মাঝে লোধাশুলি হয়ে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের পাতিনা গ্রামে মঙ্গলবার সকালে খাবারের খোঁজে ঢুকে পড়ে একটি দলছুট দাঁতাল হাতি । তবে গ্রামে ঢুকে সে কোনওপ্রকার ক্ষয়ক্ষতি করেনি বলে জানা গিয়েছে । ঝাড়গ্রামের জিতুশোলের জঙ্গলে প্রায়ই এই হাতিটিকে দেখা যায় । মাঝে মাঝে লোধাশুলি হয়ে ঝাড়গ্রাম ঢোকার পাঁচ নম্বর রাজ্য সড়কে উঠে পথচলতি গাড়িকে আটকে খাবারের খোঁজ করতে দেখা যায় এই হাতিটিকে । স্থানীয় মানুষজন এই হাতিকে রামলাল নামেই ডাকে । কিছুদিন আগে জিতুশোলের জঙ্গল থেকে গোপীবল্লভপুরের দিকে চলে যায় রামলাল । তারপর সুবর্ণরেখা নদী পেরিয়ে পাড়ি দেয় নয়াগ্রাম ব্লকে । গতকাল নয়গ্রামের রাস্তা আটকে খাবারের খোঁজ করতে দেখা গিয়েছে রামলালকে । আজ খাবারের খোঁজে ঢুকে পড়ল নয়াগ্রামের পাতিনা গ্রামে ।

ABOUT THE AUTHOR

...view details