পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ইশু CAA, পিকনিক পার্টির দেখা নেই মাইথনে

By

Published : Dec 20, 2019, 2:05 PM IST

প্রকৃতির টানে সারা বছরই মানুষ ভিড় জমান বাংলার আন্তঃরাজ্য সীমান্তবর্তী পর্যটনস্থান মাইথনে। কম খরচে সপ্তাহান্তে ছুটি কাটানোর মনোরম স্থান বলেই পরিচিত মাইথন। শীত পড়লেই মাইথনে পিকনিক করতে আসেন রাজ্যের বিভিন্ন অঞ্চলের মানুষজন। কিন্তু এবছর চিত্রটা একেবারেই উল্টো । নাগরিক (সংশোধনী) আইন, 2019-এর বিরোধিতার আগুনে পুড়ছে গোটা রাজ্য। আর তার প্রভাব কিন্তু পড়েছে মাইথনের পিকনিক স্পটে । অশান্তির আশঙ্কায় পিকনিক করতে আসা মানুষের ঢল একেবারেই নেই মাইথনে ৷ ডিসেম্বরে এমন স্তব্ধতা আগে মাইথন কখনও দেখেনি। সবাই চাইছেন, এই অশান্তি থেমে যাক । শীতের মরশুমে বাঙালি মেতে উঠুক পিকনিকের আমেজে।

ABOUT THE AUTHOR

...view details