পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 7, 2021, 6:08 PM IST

ETV Bharat / videos

Navratri Puja: বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে নবরাত্রি পুজো শুরু

বর্ধমানের কৃষ্ণসায়রের চাঁদনি ঘাট থেকে শোভাযাত্রা সহকারে ঘট উত্তোলনের মধ্যে দিয়ে সর্বমঙ্গলা মন্দিরে নবরাত্রির পুজো শুরু হল । আজ বৃহস্পতিবার প্রতিপদ । প্রাচীন ঐতিহ্য মেনে মহালয়ার পরের দিন প্রতিপদেই দেবী সর্বমঙ্গলা মন্দিরে ঘট উত্তোলন করা হয় । এ দিন সর্বমঙ্গলা মন্দির প্রাঙ্গণ থেকে ঘোড়ার গাড়িতে করে এক বিশাল শোভাযাত্রা বের হয় । একদিকে ঢাকের আওয়াজ । অন্যদিকে উলু ও শঙখধ্বনিতে চারিদিক মেতে ওঠে । রাস্তার দু'পাশে সেই দৃশ্য দেখার জন্য মানুষের ভীড় উপচে পড়ে । শোভাযাত্রাটি সর্বমঙ্গলা মন্দির থেকে বের হয় গোলাপবাগের কৃষ্ণসায়রের চাঁদনি ঘাটে যায় । সেখান থেকে রূপোর ঘটে করে জল আনা হয় । শ্রীশ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট কমিটির সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, ‘‘প্রায় চারশ' বছরের পুরনো ঐতিহ্য । আজ থেকে নবরাত্রি পুজো হবে মা সর্বমঙ্গলার । সর্বমঙ্গলা মায়ের এই ঘট উত্তোলনের মধ্যে দিয়ে শুধু বর্ধমান নয়, সর্বমঙ্গলা পুজো শুরু হয় গোটা রাঢ়বঙ্গে । মানুষের কাছে মা সর্বমঙ্গলা একটা আলাদা ঐতিহ্য । নবমীর দিনে এখানে নবকুমারী পূজা হয় । সাধারণ মানুষের সহযোগিতা এবং প্রশাসনের নির্দেশে পশুবলি বন্ধ হয়ে গিয়েছে ।’’

ABOUT THE AUTHOR

...view details