পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

গানের মঞ্চে 'কুকথায়' রাজনৈতিক নেতাদের আক্রমণ নচিকেতার - nachiketa in burdwan

By

Published : Jan 31, 2021, 8:37 AM IST

গতকাল বর্ধমান উৎসবে যোগ দিয়েছিলেন নচিকেতা । মঞ্চে গান গাওয়ার সময় রাজনৈতিক নেতাদের কটাক্ষ করেন তিনি । সঙ্গে কারও নাম না করেই গালিগালাজও দেন । সমালোচনা করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্য, নচিকেতা একজন সংগীত শিল্পী । কিন্তু তিনি শাসক দলের হয়ে প্রচার করছেন । তবে গানের মঞ্চ থেকে তিনি যে কুকথা বলছেন তাতে তাঁর ভাবমূর্তি নষ্ট হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details