WB ByPolls : ভোট শুরু হতেই একাধিক অভিযোগে সরব দিনহাটার বিজেপি প্রার্থী - Dinhata's BJP candidate Ashok Mondal
ভোটগ্রহণ শুরু হতেই সন্ত্রাসের অভিযোগ তুললেন দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল । সকাল সকাল দিনহাটা উচ্চ বিদ্যালয়ের 291 নম্বর বুথে যান অশোক মণ্ডল ৷ তাঁর অভিযোগ, "দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে বিজেপির পোলিং এজেন্টদের বসতে বাধা দেওয়া হচ্ছে । গতকাল রাত থেকেই সন্ত্রাস শুরু হয়েছে ৷ গতকাল রাত থেকে পোলিং এজেন্টদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে ৷"