পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মদ্যপ অটোচালকের হাতে হেনস্থা হয়েছিলেন তিনিও, বললেন মৌবনী - ushoshi

By

Published : Jun 20, 2019, 12:03 AM IST

সোমবার রাতে এক্সাইডে মোড়ে হেনস্থার শিকার হন প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্ত । সেই কথা তিনি নিজের সোশাল মিডিয়ায় জানান । তারপর থেকেই হইচই পড়ে গেছে বুদ্ধিজীবী মহলে । প্রশ্ন উঠছে কলকাতায় নারী সুরক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়ে । এরকমই হেনস্থার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন মৌবনী সরকার । জানালেন, 7 মাস আগে রবীন্দ্রভারতীতে ক্লাস করে ফেরার সময় কী ভাবে এক মদ্যপ অটোচালকের হাতে হেনস্থার শিকার হয়েছিলেন । তিনিও অভিযোগ তোলেন পুলিশের ভূমিকা নিয়ে । মৌবনী বলেন, ঘটনার সময় সেখানে পুলিশ, স্থানীয় মানুষ সবাই থাকলেও সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউই ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details