Nadia road Accident : "সুস্থ মানসিকতার লক্ষণ নয়", পথ নিরাপত্তা নিয়ে খোঁচা দেওয়ায় রাজ্যপালকে আক্রমণ তৃণমূলের - নদিয়ার দুর্ঘটনা প্রসঙ্গে ধনকড়ের টুইট
নদিয়ার পথ দুর্ঘটনায় (Nadia Road Accident) রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) টুইটের বিরুদ্ধে সরব হলেন সাংসদ সৌগত রায় (Saugata Roy) এবং বাগদার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das) । রাজ্যপাল তাঁর টুইটে রাজ্যের পথ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খোঁচা দিয়েছেন ৷ এবার তাঁর বিরুদ্ধেই আক্রমণ শানিয়েছে তৃণমূল ৷ রবিবার পারমদনে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে এসে বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, "এমন একটা মর্মান্তিক ঘটনা নিয়ে ওনার রাজনীতি করা শোভনীয় নয় । এটা গভীর রাতের ঘটনা ৷ যানজট ছিল না সেই সময় । কুয়াশা ও চালকের ভুলে একটা দুর্ঘটনা ঘটতেই পারে । সেটার মধ্যে রাজনীতি খুঁজে নেওয়া আমার মনে হয় সুস্থ মানসিকতার লক্ষণ নয় । ওনার এই টুইটে আমি মর্মাহত ।" অন্যদিকে, বনগাঁ তৃণমূলের জেলা পার্টি অফিস উদ্বোধনে এসে এই বিষয়ে সৌগত রায় বলেন, "রাজ্যপালের টুইটের কোনও গুরুত্ব নেই । উনি একজন দায়িত্বজ্ঞানহীন লোক । যা খুশি তাই বলেন ।"
Last Updated : Nov 29, 2021, 8:13 AM IST