সাগরে জলের তোড়ে ভাসছে দোকান - কপিলমুনি আশ্রম
ইতিমধ্যেই ওড়িশায় যশের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে ৷ এর প্রভাব পড়েছে গঙ্গাসাগরে ৷ জল থইথই কপিলমুনি আশ্রম ৷ পাশাপাশি ঘূর্ণিঝড়ের দাপটে জলের তোড়ে ভেসেছে একাধিক দোকানপাটও ৷ গোটা এলাকা জলমগ্ন হওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয়রা ৷